ড. মুযাফফর বিন মুহসিন

অফিসিয়াল ওয়েবসাইট

ড. মুযাফফর বিন মুহসিন

শাইখ ড. মুযাফফর বিন মুহসিন ১৯৮৫ সালের ১ জানুয়ারি রাজশাহী জেলার বাঘা থানার হেদাতিপাড়ার বাওশা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ২০০০ সালে মাদ্রাসা বোর্ড থেকে দাখিল, ২০০৩ সালে আলিম ও ২০০৭ সালে ফাজিল পাস করেন। আরবি শিক্ষার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে বি.এ (সম্মান) এবং ২০০৮ সালে এম.এ পাশ করেন। এছাড়াও তিনি আলাদিপুর সালাফিয়া মাদ্রাসা থেকে ২০০১ সালে দাওরা হাদীস পাশ করেন। রাজশাহী ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। তিনি পিস টিভি বাংলার আলোচক ছিলেন।

সম্প্রতিক বিষয়সমূহ

ভিডিও সমূহ